চট্টগ্রাম নগরে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মো. জামাল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে নগরীর খুলশী থানার ফয়’স লেকের রোজভ্যালি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জামাল (২৩) ভোলা জেলা সদরের দক্ষিণ বাইল্লা হাইস্কুল এলাকার মো. ইদ্রিসের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, রোজভ্যালি নামের নির্মাণাধীন ভবনটিতে কর্মরত ছিলেন জামাল। রাতে কাজ করার সময় নির্মাণাধীন ছয় তলা ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিটিজিনিউজ২৪ডটকম/এডিটর